মংলা সমুদ্র বন্দরের হাড়বাড়িয়া এলাকায় একটি বিদেশী পতাকাবাহি জাহাজের ক্রেনের ওয়ার (দড়ি) ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাজের টালী ক্লার্ক জাকির (৩৫) এবং মংলার কানাই নগর গ্রামের জাহাজের ফোরম্যান মতিন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চত করে জানান, বুধবার সকাল ৯টার দিকে মংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় একটি পন্যবাহী বানিজ্যকি জাহাজের মাল খালাসের সময় জাহাজের ক্রেন (মাল খালাসে ব্যবহৃত) ছিড়ে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে ওই দুই শ্রমিক মারা যান।
মংলা বন্দরের চেয়ারম্যান কমোডোর হাবিবুর রহমান ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, এভি হানজিং (HANGIN) নামক একটি বিদেশি জাহাজ থেকে সকালের শিফটে মেশিনারিজ পন্য খালাসের সময় ক্রেনের ওয়ার (দড়ি) ছিড়ে এ দূর্ঘটনা ঘটে। তবে জাহাজটি কোন দেশের তা তাৎক্ষনিক জানাতে পারেন নি তিনি।
তবে কি কারণে এ দূর্ঘটনা ঘটেছে তা ক্ষতিয়ে দেখা বলে বলে জাানান তিনি।