সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘সেজ বাহিনী’র প্রধান রওশন গাজী ওরফে সোনাকে (৩৬) বিপুল পরিমানের অস্ত্র ও গোলাবারুদসহ আটত করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার ভোরে মংলাস্থ কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাকে আটক করে।
আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক বনের বিভিন্ন এলাকায় তল্লাশী চালিয়ে ৯টি দেশীয় পাইপগান, ১ টি সিংগেল ব্যারেল বন্দুক, ১৬ টি তাজা কার্টিজ, ৬৭ টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
আটক দস্যু বাহিনী’র প্রধান রওশন গাজী ওরফে সোনা খুলনার পাইকগাছা থানার বয়ারঝাপা গ্রামের মোঃ আব্দুস সামাদ গাজী ছেলে।
মংলাস্থ কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট মোজাহিদুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদরে ভিত্তিতে মঙ্গলবার ভোরে খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর তীরে বিয়ারঝাপা এলাকায় অভিযান চালায় এবং দস্যু রওশন গাজী ওরফে সোনাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে ওই সব আগ্নেঅস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
তিনি আরো জানান, দস্যু প্রধান রওশন গাজীর বিরুদ্ধে খুন, ডাকাতি ,ধর্ষন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।