প্রচ্ছদ / খবর / বাগেরহাটে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু

বাগেরহাটে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-photo-1-02-11-2016‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা।

বুধবার (২ নভেম্বর) সকালে শহরের অফিসার্স ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শাহাজাহান মিনা, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. সলিমুল্লাহ এলিস প্রমুখ।

মেলায় ই-টিআইএন বুথ, নতুন করদাতাদের জন্য হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং জেলা সঞ্চয় অধিদপ্তরের বুথ রয়েছে।

জনগণকে যথাযথভাবে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে গেল কয়েক বছর ধরে সরকার জেলায় জেলায় আয়কর মেলার আয়োজন করে আসছে।

এএইচ/এসআই/বিআই/০২ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ