বাগেরহাটে গাড়ি ছিন্তাইকারী চক্রের আরো এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার শরণখোলা উপজেলার বান্দাঘাটা এলাকা থেকে শরণখোলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডালিম ওরফে কসাই ডালিম (৩০) উপজেলার উত্তর কদমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে কসাই দেলোয়ারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ১৯ মে শরণখোলা থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক আন্তঃজেলা গাড়ি ছিন্তাইকারী চক্রের প্রধান লিটন শেখের স্বীকারোক্তিতে উপজেলার বান্দাঘাটা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে আটক করে।
তিনি জানান, আটক ডালিম এখন পর্যন্ত শরণখোলা থেকে ৫টি মোটর সাইকেল চুরি ও ছিন্তাইয়ের কথা স্বীকার করেছে। এচক্রের বাকি সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মে বাগেরহাটের শরণখোলা থানার গ্যারেজ থেকে দু’টি মোটরসাইকেল চুরির পর পুলিশের অভিযানে আটক হয় ওইচক্রের প্রধান লিটন শেখ (৩২)। এছাড়া ওই চক্রের সেকেন্ড ইন কমান্ড সেলিম ৩ মে ছিন্তাইকালে পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের হাতে আটক হয়। সেলিম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোড় এলাকার বাসিন্দা।
এনিয়ে ওই গাড়ি ছিন্তাইকারী চক্রের তিন জনকে আটক করলো পুলিশ।