মংলার পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৫০ জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিয়োগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গপসাগরের বন্দর চ্যানেলের ওই এলাকা থেকে মাছ শিকারের সময় মুক্তিপণের দাবিতে সুন্দরবনের বনদস্যু “আওয়াল ওরফে ছোট বাহিনী” তাদের অপহরণ করে।
তবে উপকুল নিরাপত্তা বাহিনী কোস্টগর্ড বিষয়টি অস্বিকার করেছে। তাদরে কাছে এধরনে কোন অভিযোগ বা খবর নেই বলেও জানায় কোস্ট গার্ড।
এদিকে, অপহরণের বিষয়টি দাবী করা মংলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ির জেলে সমির মন্ডল সাংবাদিকদের জানাান, শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন হারবাড়িয়া এলাকায় শতাধিক জেলে মাছ শিকার করছিল। এসময় বনদস্যু আওয়াল বাহিনীর ১০/১২ জনের একটি সশস্ত্র দল জেলে বহরে হামলা চালিয়ে মাছ-জাল লুট করে এবং মুক্তিপণের দাবিতে তিনিসহ ৫০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে সুন্দরবনের গহীনে অপহরণ করে নিয়ে যায়।
শনিবার ভোরে জেলে সমির মন্ডলকে ৫০ হাজারেরও বেশি টাকা মূল্যের বাজার নেওয়ার জন্য মংলাতে পাঠানো হয় বলে জানান তিনি।
তবে এব্যাপারে জানতে জাতীয় মৎসজীবি সমিতি শরণখোলা শাখার সভাপতি আবুলের সাথে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।