বাগেরহাটসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বঙ্গোপসাগরে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী ঢাকা, বাগেরহাট, খুলনাসহ সারা দেশের বিভিন্ন অংশ কেঁপে ওঠে।
রাত ১০টা ২৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভারতের দিল্লি-কলকাতা উড়িষ্যাসহ মধ্য পূর্বাঞ্চলীয় এলাকা থেকেও এই ভূমিকম্পের প্রভাবে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিলো কলকাতা থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও ভুবনেশ্বর থেকে ৩২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের গভীরে।
বাংলাদেশের খুলনা, বাগেরহাটসহ বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলে অপেক্ষাকৃত বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে। সমুদ্র উপকূলীয় ফেনীতেও বেশি কম্পন অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা না থাকলেও সমুদ্রে ঢেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।