প্রচ্ছদ / খবর / ধানের গাদায় আগুন

ধানের গাদায় আগুন

কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি সুশান্ত দাসের বাড়িতে ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Bagerhat-Map-4শুক্রবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত জানান, আগুনে ধান, একটি পাওয়ার টিলার ও তিনটি খড়ের গাদা পুড়ে গেছে।

সুশান্ত দাস জানান, আগুনে তার অন্তত ৬০ মণ ধান পুড়ে গেছে।

এদিকে, ঘটনার পর শনিবার সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, এই ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।

বাগেরহাট কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি সুশান্ত দাস বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কাটাখালী মৌজায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।

বাগেরহাট ইনফোকে সুশান্ত দাস বলেন, রাত আড়াইটা-৩টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে বাড়ির উঠানে রাখা ধান, ধানের গাদা, পাওয়ার টিলার ও তিনটি খড়ের পালায় আগুন দেয়। এসময় উঠানে প্রায় একশ মণ ধান রাখা ছিল। এরমধ্যে আগুনে অন্তত ৬০ মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

১০ মে ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক