প্রচ্ছদ / খবর / সুন্দরবনের দস্যু ‘ফরিদ বাহিনী’র আত্মসমর্পণ

সুন্দরবনের দস্যু ‘ফরিদ বাহিনী’র আত্মসমর্পণ

Sundorbon-Photoপরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ফরিদ বাহিনী’র প্রধান ফরিদ ও তার দু্ই সহযোগী র‌্যাবের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন- ফরিদ বাহিনী’র প্রধান মংলা উপজেলা বৌদ্ধমারী এলাকার ইউসুফ লাহারীর ছেলে ফরিদ লাহারী (২৭) এবং তার সহযোগী  জুয়েল জমাদ্দার (২০) ও আসাদ শিকদার (২৭)।

এ সময় তারা ১টি থ্রি নট থ্রি, ১টি পয়েন্ট ২২ অটোমেটিক রাইফেল, ১টি সিঙ্গেল ব্যারেল বিদেশি বন্দুক, ২টি সিঙ্গেল ব্যারেল দেশি বন্দু এবং ৯৩৩ রাউন্ড পয়েন্ট ২২ বোর রাইফেলের গুলি, ২৭ রাউন্ড পয়েন্ট থ্রি নট থ্রি বিদেশি রাইফেলের গুলি ও ৩৪ রাউন্ড বন্দুকের কার্তুজ র‌্যাবের কাছে জমা দেয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব-৮ এর ক্যাপ্টেন গুলজার আহমেদ বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদের মধ্যে ফরিদ এক সময় বনদস্যু ‘রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর’ সদস্য ছিলেন পরে ওই দল থেকে বের হয়ে ফরিদ নিজেই কয়েক জনকে নিয়ে আলাদা একটি বাহিনী গড়ে তোলে।

আটক তিনজন বনদূস্যদের র‌্যাব খুলনা-৬ কার্যালয়ে নেওয়া হচ্ছে। বিকেলে বনদুস্যদের সাংবাদিকদের সামনে উপস্থাপন করার হবে। পরে বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব-৮ এর ওই কর্মকর্তা।

০৮ মে ২০১৪ :: সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএমএফ/এসআই হকনিউজ এডিটর/বিআই
আত্মসমর্পনে যাচ্ছে সুন্দরবনের দস্যু !

About ইনফো ডেস্ক