সুন্দরবনের গহীণের চরখালী এলাকা থেকে ৩০০টি হরিণ ধরা ফাঁদ, একটি ট্রলারসহ ২ চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।
আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক শিকারীরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার ছালাম বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাস ও বাদশা জমাদ্দারের ছেলে শহিদুল জমাদ্দার।
সুন্দরবন পূর্ব বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আটক দুই শিকারীসহ ৫-৬ জন বনে ছিঁটকা ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় চরখালী বন ফাঁড়ির ভরপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলরত বনরক্ষীরা শিকারীদের ধাওয়া করে দুই জনকে আটক করে।
তবে এসময় বাকিরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনে তল্লাশী চালিয়ে ৩০০ টি ছিঁটকা ফাঁদ ও শিকারীদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল আহম্মেদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শিকারীদের বিরদ্ধে বন্যপ্রাণি সংরক্ষন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।