সুন্দরবন থেকে পাচার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দের সহায়তায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার সকালে বন সংলগ্ন মংলার কানাইনগর এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
সুন্দরবন পুর্ব বন বিভাগের চিলা টহল ফাড়ির ইনচার্জ আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে বন সংলগ্ন মংলার কানাইনগর এলাকা দিয়ে পাচারকারীদল একটি জীবিত হরিণ পাচার করে নিয়ে যাচ্ছিল।
এসময় বন বিভাগের তল্লাশি দেখতে পেয়ে হরিণটি ছেড়ে দিয়ে পালিয়ে যায় পাচারকারীদল।
পরে এলাকাবাসী হরিণটি উদ্ধার করে বনবিভাগে খবর দেয়।
হরিনটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে হরিনটিকে সুন্দরবনের করমজল এলাকায় ছেড়ে দেয় হয়েছে বলে জানান তিনি।
তবে, এঘটনায় পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানান ওই বন কর্মমর্তা।