বাগেরহাটে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নুর মোহাম্মদ (৪৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া মানিকতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর মোহম্মদ জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
পুলিশ জানায়, মৎস্যঘের কর্মচারি নুর মোহাম্মদ পাইকপাড়া এলাকার একটি চিংড়িঘের থেকে বাইসাইকেলে করে কাঠালতলা অভিমুখে আসছিল। এসময় খুলনা থেকে বাগেরহাটগামী একটি বাস পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়।
বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজী জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।