বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থালে দু’জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার খুলনা-মংলা সড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী রানা মোতাহার চৌধরি (৩৫) ঘটনাস্থাল থেকে মুঠোফোনে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বাসটি মংলা থেকে খুলনায় যাচ্ছিল। পথে চেয়ারম্যান বাড়ির মোড় সংলগ্ন তেতুলিয়া ব্রিজ এলাকায় একই দিকে যাওয়া একটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সামনে ওঠার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি বাসটিকে পাশ কাটানোর সুযোগ না দেয়ায় বাসটি রাস্তার ডানপাশে মাছের ঘেরের মধ্যে পড়ে যায়।
এতে চাপা খেয়ে ঘটনাস্থলে দুই জন মারা যায়। নিহতদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে বলে জানান তিনি। তবে তাদের নাম জানা যায়নি।
এসময় তিনিসহ (রানা মোতাহার) বাসে থাকা আরো অন্তত ১২ যাত্রী আহত হয়েছে বলেও জানায় ওই যাত্রী।
এব্যাপারে কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, দুর্ঘটনায় আব্দুর সোবহান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি বরগুনা জেলার বেতাগি উপজেলার ফুলতলা গ্রামের মোসলেম আলী খানের ছেলে। খুলনার নিরালায় থাকতেন তিনি।
দূর্ঘটনায় আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আসঙ্কা জনক বলেও জানান তিনি।