সুন্দরবনে র্যাবের সাথে বনদস্যু ‘রেজাউল ওরফে শীর্ষ বাহিনী’র বন্দুক যুদ্ধে তিন দস্যু নিহত হবার ঘটনায় বাগেরহাটের শরণখোলা থানায় পৃথক দুটি মাললা দায়ের কারেছে র্যাব-৮।
বুধবার সকালে র্যাব-৮ এর ডিএডি ফারুকি মামলা দুটি দায়ের করেন।
এদিকে, বাগেরহাট সদর হাসপাতালে বুধবার দুপুরে নিহত তিন জনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি আব্দুস সালেক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে নিহত ৩ জনের লাশ, অস্ত্র এবং উদ্ধার কৃত রসদ শরণখোলা থানায় হস্তান্তর করে র্যাব।
এঘটনায় র্যাব-৮ এর ডিএডি ফারুকি অস্ত্র আইন এবং র্যাব সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে বলেও জানা তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের তাম্বুলবুনিয়া খালে র্যাবের সাথে বনদস্যু শীর্ষ বাহিনীর বন্দুক যুদ্ধে কল্যান (৩০), কাদের (৩২) এবং অজ্ঞাত আর এক দস্যু নিহত হয়। উদ্ধার কারা হয় ১টি দোনলা, ৯টি একনলা বন্দুক, ১টি শটগান, ১টি থ্রি নট থ্রি রাইফেলসহ ১৬টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অস্ত্র, ৩৩৭টি গুলি এবং বিপুল পরিমান রসদ।