শিবির কর্মী মানজারুল ইসলাম হত্যার প্রতিবাদে রোববার বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।
শনিবার সন্ধ্যায় ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ আজমল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে।
এর আগে শনিবার বিকালে বাগেরহাটের চার উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে পূণরায় নির্বাচনের দাবীতে চার উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন ভোট কেন্দ্রে যাওয়ার পথে মেগনিতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয় এবং মারধর করে।
এসময় ছাত্র শিবির নেতা মানজারুল ইসলামও ওই পথ দিয়ে যাওয়ার সময় “ধর ধর শিবির ধর” বলে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে মানজারুল পড়ে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক ও ইট দিয়ে হামলা করে। উপুর্যুপরী কুপিয়ে মানজারুলকে মারাত্মাক জখম করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ হত্যার প্রতিবাদে জেলায় রোববার জেলাজুড়ে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে নিহত মানজারুল ইসলামকে ছাত্র শিবির নেতা দাবী করা হলেও তাঁর দলীয় পরিচয় কি তা উল্লেখ করা হয়নি।