বাগেরহাটের ফকিরহাটে মটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমূখি সংঘর্ষে ছাত্রদল নেতা মো. কাওসার আহমেদ (২৯)সহ দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন- বাগেরহাটের মংলা পৌরসভার বান্দাঘাটা কবরস্থান সড়কের হাসেম শেখের ছেলে মো. কাওসার আহমেদ এবং মংলা উপজেলার শেলাবুনিয়া এলাকার মমতাজ উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন (২৮)।
নিহত কাওসার মংলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন বলে মংলা উপজেলা ছাত্রদলের সভাপতি এম সাইফুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে নিশ্চিত করেছেন।
বাগেরহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট নুরুজ্জামান কাজল মঙ্গলবার রাত পৌনে ১২টায় বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বাগেরহাট থেকে খুলনার উদ্যেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের মুখোমূখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই নিহত হয় ওই মটর সাইকেলের চালক কাওসার। এতে গুরুতর আহত হন অপর আরোহী বিপ্লব হোসেন।
আশঙ্কা জনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতরা মটর সাইকেলযোগে খুলনা থেকে মংলায় ফিরছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।