বুধবার মধ্যরাত থেকে বাগেরহাটের পাঁচ উপজেলায় মাঠে নামছে সেনা বাহিনী।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ১৫ মার্চ জেলার মংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাটের সদর এই ৫ উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন।
নির্বাচনকালীন সময় সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে বিজিবি এবং সেনা সদস্যরা।
নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী ২ দিন মোট ৫ দিন মাঠে থাকবে সেনা সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন করে সেনা সদস্য থাকবে।
আগামী ১৫ মার্চ দেশের ৮১ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে।
এ ছাড়া এ সব উপজেলায় বৃহস্পতিবার মধ্যরাত (১২টার পর) থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। আইন ভঙ্গ করা হলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে।