মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর উপজেলায় একটি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মরগা বাজারের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে এঘটনা ঘটে।
ওই ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আকরাম মোল্লা জানান, “সোমবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মরগা বাজারের নৈশ প্রহরি ওয়াজেদ শেখ কার্যালয়ে আগুন দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।”
এসময় তিনি অভিযোগ করেন বলেন, কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে কার্যালয়ের বেড়া, একটি চৌকিসহ বেশ কিছু অংশ পুড়ে গেছে।
বাগেরহাট সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান জানান, ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ওয়ার্ড আ’লীগ অফিস পুড়িয়ে দিয়েছে।
তবে, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পাল্টা অভিযোগ করেন, আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে যাতে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠ থাকতে না পারে সেজন্য নিজেরাই আগুন দিয়ে বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্র চলছে।
এব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বাগেরহাট ইনফোকে জানান, খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।