অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে ছাত্রলীগ আয়োজিত এক কর্মী সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুয়ায়ী চেয়ারম্যান পদে কামাল উদ্দিন আকন, ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিমা আক্তার হাসিকে দলীয় সমর্থনের কথা ঘোষনা করেন।
কেন্দ্রিয় সভাপতি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ক করার জন্যই আমি শরণখোলায় ছুঁটে এসেছি। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের আন্দোলন দলের বিদ্রোহীদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোল বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। তাই সকল দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে আওয়ামী লীগের প্যানেলকে বিজয়ের জন্য দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি বাদশা আলমীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য দেন, প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, কেন্দ্রিয় ছাত্রলীগের উপ-সমাজকল্যাণ সম্পাদক রিয়াজ মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান তেনজিন, সুমন আকন প্রমূখ।
এসময় সভামঞ্চে উপস্থিত কামাল উদ্দিন আকন, হাসানুজ্জামান পারভেজ ও রাহিমা আক্তার হাসিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ উপজেলা নির্বাচনে দল সমর্থীত প্রার্থী হিসাবে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
বাগেরহাট ইনফো ডটকম।।