এবার সাইবার আক্রমণের শিকার হলো ওয়ার্ডপ্রেস সাইট।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই ব্লগারদের ওপর চলছে হ্যাকারদের ওই সাইবার আক্রমণ। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদনে জানানো হয়েছে ‘এখন পর্যন্ত’ হ্যাকারদের ওই আক্রমণের শিকার হয়েছে বিশ্বব্যাপী ৯০ হাজার ওয়ার্ডপ্রেস ব্লগ।
ব্লগের ওপর আক্রমণ চালাতে হ্যাকাররা ব্যবহার করেছে অত্যাধুনিক সব সফটওয়্যার যা সাধারণ ব্লগারদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহজেই চুরি করতে পারে। ব্যক্তিগত ব্লগগুলো হ্যাকারদের কোনো কাজে না এলেও ওয়েব সার্ভারে সংরক্ষিত ব্লগগুলোর দখল নিতে পারলে পরবর্তীতে পরিকল্পিত সাইবার আক্রমণে অস্ত্র হিসেবে ওই সার্ভারগুলো ব্যবহার করতে পারবে হ্যাকাররা।
হ্যাকারদের ওই সাইবার আক্রমণের কারণ পরিষ্কার না হলেও, বিষয়টি ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই ৯০ হাজার কম্পিউটার এবং সার্ভার কাজে লাগিয়ে সাইবার জগতে বড়ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারবে হ্যাকাররা। বিশেষ করে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণে ব্যবহৃত হতে পারে সার্ভার এবং কম্পিউটারগুলো।
কোনো ওয়ার্ডপ্রেস ব্লগারের ইউজারনেম যদি ‘অ্যাডমিন’ হয়, তবে তা শিগগিরই পাল্টে নেবার পরামর্শ দিয়েছেন ওয়ার্ডপ্রেসের সহপ্রতিষ্ঠাতা ম্যাট মুলেনভেগ। ‘অ্যাডমিন’ ইউজারনেম ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সাইবার আক্রমণ এড়াতে শক্তিশালী পাসওয়ার্ড, দুই ধাপে যাচাই ব্যবস্থা এবং ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শও দিয়েছেন মুলেনভেগ।
সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোর।