জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিটাচি সম্প্রতি তৈরি করেছে স্বয়ংক্রিয় ভাবে চলতে পারে এমন একটি রোবট গাড়ি।
একজন যাত্রীকে নিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে এ গাড়ি।
হিটাচি এ গাড়িটিকে বলছে রোবট ফর পারসোনাল ইনটেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম বা রোপিটস।
ক্ষুদ্রাকৃতির এ গাড়িটি ফুটপাত বা অল্প জায়গার মধ্যেও চলতে সক্ষম। স্বয়ংক্রিয় এ গাড়িটিকে জরুরি মুহূর্তে জয়স্টিক আকৃতির কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।
গাড়িতে জিপিএস প্রযুক্তি যুক্ত রয়েছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়িতে থাকা জিপিএস মানচিত্রে স্থানটি চিহ্নিত করে দিলেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে সেখানে পৌঁছে দেবে। গাড়িটিতে ব্যবহৃত বিভিন্ন সেন্সর একে চলার পথের বাধা দূর করে সামনে এগিয়ে দিতে সহায়তা করবে।
জাপানের বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে তৈরি এই রোপিটস গাড়িটি ঠিক কবে নাগাদ বাজারে আনবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি হিটাচি।