সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার নতুন আঙ্গিকে জানাবে বন্ধুদের খবরা-খবর। অর্থাৎ নতুন নকশার ‘নিউজফিড সুবিধা’ চালু হতে যাচ্ছে।
মুঠোফোন উপযোগী উন্নত নতুন এ নিউজফিডের চেহারা সবার জন্য শিগগিরই উন্মুক্ত হবে। ‘নিউজফিড নতুন রূপে দেখো’ স্লোগানে চালু হচ্ছে এ সুবিধা। মুঠোফোন এবং ডেস্কটপ কম্পিউটারের উপযোগী নতুন এ চেহারা ফেসবুককে নতুন একটি ধাপে নিয়ে যাবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।
নতুন নিউজফিডে থাকবে উন্নত রঙিন ফিড, হোমপেজ নিজের মতো করে তৈরি করা, বিভিন্ন যন্ত্রে একই রকম দেখার সুবিধা ইত্যাদি। অনেকটা খবরের কাগজের একটি রূপ দেখা যাবে নতুন নিউজফিডে। থাকবে ছবি, সংবাদসহ নিউজফিডের অন্যান্য বিষয়ও। শুরুতে আইফোন এবং আইপ্যাডের জন্য এ সুবিধা চালু হচ্ছে। পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েডের জন্যও এ সুবিধা চালু হবে বলে জানা গেছে।
২০১১ সালের শেষের দিকে ফেসবুকে টাইমলাইন সুবিধা চালু হওয়ার পরই নিউজফিড সুবিধা ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। এরপর এবারই প্রথম নিউজফিডে পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের উন্নত টাইমলাইনে গতিশীল নিউজফিড সুবিধা দিতে এর আগে ফেসবকু আইওএস অ্যাপ চালু করে। নিউজফিডের নতুন এ সুবিধা ফেসবুকের প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানা গেছে। আর এ সুবিধা কেমন হবে সেটিও নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে।
ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল প্লাস নানা ধরনের সুবিধা চালু করার পর ফেসবুকও বেশ কিছু নতুন সুবিধা চালুর ব্যাপারে উদ্যোগী হয়। এরই উদ্যোগ হিসেবে ফেসবুকের এমন সুবিধা চালু হচ্ছে বলে মনে করছেন সামাজিক যোগাযোগের বিশেষজ্ঞরা।
নিউজফিডের নতুন রূপ দেখতে এখানে- ক্লিক করুন । সুবিধাটি চালু হলে সহজেই পেতে চাইলে Join Waiting List-এ ক্লিক করে আপনিও এ সুবিধা নেওয়ার ইচ্ছার কথা জানাতে পারবেন।
সুত্র: ইন্টারনেট।