সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আপনারা অনেকেই হয়ত টেকনোলজি বিষয়ে খুব আগ্রহী। সবারই নতুন নতুন আপডেট খবর চাই। কিন্তু সেই সমস্ত আপডেট খবর পেতে হয়ত আপনাদেরকে অনেক কষ্ট করতে হতে পারে। আপনাদের কষ্টকে আমি আরও একটু সহজ করে দিতে চাই। এখন থেকে আমি নিয়মিত আপনাদের সামনে আমি আপডেট সব খবর নিয়ে হাজির হব: (ইজাজ)
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল স্মার্টফোন বিভাগে তার আধিপত্য বজায় রাখার জন্য সাশ্রয়ী মূল্যের আইফোনের ছোট সংস্করণ আইফোন মিনি বাজারে নিয়ে আসতে পারে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের গবেষক নিল মস্টন এই তথ্য দিয়েছেন। বর্তমানে আইফোনের বাজারে আধিপত্য বিস্তার করেছে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে বাজারে নিজের আধিপত্য বৃদ্ধির জন্য অ্যাপল আইফোনের ক্ষুদ্র সংস্করণ ছাড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকটি।
২০১৩ সালে স্যামসাং ২৯০ মিলিয়ন আর অ্যাপল ১৮০ মিলিয়ন আইফোন বিক্রয় করতে পারবে বলে ধারণা করেছেন গবেষক নিল মস্টন। নানা আকৃতির ডিভাইস নির্মাণ করার কারণে বাজারে এগিয়ে রয়েছে স্যামসাং।
গবেষক নিল মস্টন সাথে একমত পোষণ করেছেন জেফারিস এর বিশ্লেষক পিটার মিসেক। তার মতে এই গ্রীষ্মেই প্রতিষ্ঠানটি ২০০ থেকে ২৫০ ডলার মূল্যের আইফোন বের করতে ।
স্যামসাং এ বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে গ্যালাক্সি এস ৪ ফোনটি বাজারে নিয়ে আসতে পারে।
উল্লেখ্য ২০১২ সালে আইপ্যাডের ছোট সংস্করণ ‘আইপ্যাড মিনি’ বাজারে এনেছিল অ্যাপল। (সূত্র : ইন্টারনেট/ইজাজ)