বাগেরহাটের শরণখোলায় নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সামজ সংগঠনের উদ্যোগে উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদে এ সেমিনারের আয়জন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান দুলাল।
অনুষ্ঠনে নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তব্য দেন শরণখোলা থানার এএসআই মো. শাহআলম, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, সহকারী শিক্ষক উত্তম কুমার, ইউপি সদস্য আলী আহম্মদ, প্রকল্পের জেলা ব্যবস্থাপক নয়ন ঘোষ, পলাশ হালদার, শরণখোলার কর্মী লিপিকা আক্তার, পল্লী সমাজের সাধারণ সম্পাদক রীনা বেগম।
সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পল্লী সমাজ সংগঠনের শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।