প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ২৬ জানুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ২৬ জানুয়ারী ২০১৪

২৬ জানুয়ারী রবিবার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। নিয়োগ বিজ্ঞপ্তি

লাইফ ফার্নিচার এবং রেইন ওয়াটার-এর জন্য কয়েকজন অধূমপায়ী, মুসলমান, স্মার্ট, পুরুষ কর্মী প্রয়োজন: ১ জন ম্যানেজার-স্নাতক, ১ জন মার্কেটিং অফিসার-বিবিএ, ২ জন সেলস ম্যান-এসএসসি

লাইফ ফার্নিচার

নিউ মার্কেটের সামনে, খুলনা

০১৭১১-৮০৭৬৭৪

২। নিয়োগ বিজ্ঞপ্তি

১। বিক্রয় কর্মী শোরুমের জন্য ৩ জন। Office Programs জানতে হবে। ২। হার্ডওয়্যার  শিখতে আগ্রহী এমন ১০ জন এবং তাদের মধ্যে থেকে কাজ করতে আগ্রহী এমন ৩ জন আবশ্যক। (কাজ করতে আগ্রহী ৩ জনের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ.এস.সি পাশ হতে হবে)। আগামী ০৫/০২/১৪ ইং তারিখের মধ্যে আবেদনপত্র বায়োডাটা ২ কপি ছবি এবং ভোটার আই.ডি কার্ডসহ (যদি থাকে) নিম্ন ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

ইন্টারওয়েভ কম্পিউটারস

জলিল টাওয়ার (তৃতীয় তলা), খুলনা।

মোবাইল: ০১১৯৫-৫০২৫৫০

৩। আবশ্যক

ঝনঝনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, ডাক: ঝনঝনিয়া, উপজেলা-রামপাল, জেলা-বাগেরহাটে সরকারী বিধিমোতাবেক শূন্যপদে একজন করে শিক্ষক কর্মচারী আবশ্যক। সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, জুনিয়র মৌলভী ও এম.এল.এস.এস (কর্মচারী)। জুনিয়র মৌলভী পদে পুরুষের আবেদনের প্রয়োজন নাই। কর্মচারী পদে পূর্বের আবেদনকারীদের নতুন আবেদনের প্রয়োজন নাই। শিক্ষক পদে ৪০০/= কর্মচারী পদে ৩০০/= টাকার পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ ৯/২/২০১৪।

সুপার

০১৭২১৩৮৭০৭২

৪। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধিমোতাবেক হাজী আ: হামিদ মাধ্যমিক বিদ্যালয়, ডাক: সাতশৈয়া, ফকিরহাট, বাগেরহাটের সাধারণ শাখায় শূন্যপদে একজন সহকারী শিক্ষক (ইংরাজী) নিয়োগ করা হবে। উপরোক্ত পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে ৩০০ নম্বরের ইংরাজীসহ স্নাতক ডিগ্রী হতে হবে এবং শিক্ষাজীবনে ১ টি ৩য় বিভাগ/ শ্রেণী/ সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে ৩০০/= টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ২ কপি রঙ্গিন ছবি, সকল পরীক্ষায় পাশের নম্বর ফর্দ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্র্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক

৫। নিয়োগ বিজ্ঞপ্তি ৩য় বার

সর্বশেষ সরকারী বিধিমোতাবেক জয়নগর পিপুলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাক-পিপুলবুনিয়া, রামপাল, বাগেরহাটের জন্য শূন্যপদে একজন সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান) আবশ্যক। ২ কপি ছবি ৫০০/- ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদনের শেস তারিখ ১১/০২/২০১৪।
প্রধান শিক্ষক

৬। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী নিয়োগ  বিধি মোতাবেক সোনাইতলা এ.বি.এস দাখিল মাদ্রাসা, ডাক-আমড়াতলা, উপজেলা-মোংলা, জেলা-বাগেরহাট এর জন্য শূন্যপদে একজন সহকারী শিক্ষক (গণিত) আবশ্যক। আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং ৩০০/- টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডারসহ পত্রিকায় প্রকাশের ১৫ দিনের মধ্যে সুবার বার আবেদন করতে হবে।

সুপার

মোবাইল নং-০১৭২৮-৫৬৭২৮৯

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন ২৫ টি জেলায় প্রায় ৯ লাখ উন্নয়ন অংশীদারকে সেবা প্রদান করছে।

সংস্থা পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় Food Security 2013, Bangladesh-Ujjibito প্রকল্প পরিচালনা করার জন্য বাংলাদেশের যে কোন অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নলিখিত পদে নিয়োগের

১। পিএ (সোস্যাল)-১৫ জন। Food Security 2013, Bangladesh-Ujjibito প্রকল্প। কর্মএলাকা: সমগ্র বাংলাদেশ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

৩ বছর মেয়াদী মেডিক্যাল এসিসট্যান্ট সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা (MATS সরকারী) অথবা ১৮ মাস মেয়াদী Family Welfare Visitor কোর্স সম্পন্ন করা (Niport, DGEP) অথবা ২ বছর মেয়াদী প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করা (সরকারী/বেসরকারী) অথবা ১ বছর মেয়াদী প্যারামেডিক কোর্স সম্পন্ন করা (গণস্বাস্থ্য কেন্দ্র)। স্বাস্থ্য বিষয়ক কাজের অভিজ্ঞতাসহ এইচএসসি বা সমমানের পাশের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাইসাইকেল চালানয় আগ্রহী হতে হবে। স্বাস্থ্য সহায়তা সংক্রান্ত কাজ করতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ১০,৫০০ টাকা।

প্রার্থীদের নির্বাহী পরিচালক জাগরনী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর বরাবর আবেদনপত্র ০৩/০২/২০১৪ তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদনের সাথে দুইকপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি (২ ইঞ্চি/২ ইঞ্চি, ব্যাকগ্রাউন্ড সাদা) সকল পরীক্ষা পাশের মূল সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। প্রার্থীদের যোগাযোগের জন্য আবেদনপত্রে ফোন/ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনপত্র সাথে আনতে হবে। প্রার্থীদের পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে ১০০ টাকা সংস্থায় জমা দিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে বাইসাইকেল চালিয়ে কঠোর পরিশ্রমে আগ্রহী মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অধ্যয়নরত, ইতোপূর্বে আর্থিক অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ নন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ বিজ্ঞপ্তি www.jcf-bd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

৮। নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়

খুলনা

নিয়োগ বিজ্ঞপ্তি

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগেরর বিচার শাখা-৮ এর স্মারক নং-১০.১৩২.০১১.০০.০০.০৪৪.২০১১-৫৩৩ তারিখ-২৬/০৯/১৩ খ্রি: মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুবলে জুডিসিয়াল ম্যাজেস্ট্রিসী, খুলনায় নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি লোক নিয়োগের নিমেত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে:-

ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
ষ্টেনো টাইপিষ্ট কাম- কম্পিউটার অপারেটর

৫২০০-১১২৩৫/-

০২ টি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টাইপ প্রতি মিনিট ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং শর্টহ্যান্ড প্রতিমিনিট ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৬০ শব্দ
বেঞ্চ সহকারী

৪৯০০-১০৪৫০/-

০২ টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রসেস সার্ভার

৪২৫০-৮১৪০/-

১০ টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
এম.এল.এস.এস

৪১০০-৭৭৪০/-

০২ টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শর্তাবলী:

১। মাননীয় জেলা ও দায়রা জজ, খুলনা বরাবর সম্বোধন করে স্বহস্তে লিখিত দরখাস্ত আগামী ২০/০২/২০১৪ ইং তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিম্নমানস্বাক্ষরকারীর ঠিকানায় ডাকযোগে/ সরাসরি, পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।

২। দরখাস্তে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ০১/০২/২০১৪ ইং তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইত্যাদি উল্লেখ করতে হবে। দরখাস্তের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

৩। দরখাস্তের সাথে প্রার্থীর সদ্যতোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং প্রার্থীর বর্তমান নাম-ঠিকানা লেখা সম্বলিত ১০/- টাকার অব্যবহৃত ডাক টিকিটসহ ৯.৫×৪.৫ ইঞ্চি মাপের একটি খাম সংযুক্ত করতে হবে।

৪। ১-২ নং ক্রমিকের দরখাস্তের সাথে প্রার্থীকে ১০০/- টাকার পোষ্টাল অর্ডার এবং ৩-৪ নং ক্রমিকের প্রার্থীকে দরখাস্তের সাথে ৫০/- টাকার পোষ্টাল অর্ডার সংযুক্ত করতে হবে।

৫। আগামী ০১/০২/২০১৪ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর শিথীলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৬। প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান হলে সে ক্ষেত্রে তার সমর্থনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মূল সনদের সত্যায়িত কপি এবং গেজেটের কপি দাখিল করতে হবে।

৭। বিভাগীয় প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারী বিধি বিধান যথাযথভাবে অনুসরন করা হবে।

৮। লিখিত/ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এ সময় প্রার্থীগণের দরখাস্তে উল্লেখিত সনদপত্রসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে।

৯। ত্রুটিপূর্ণ দরখাস্ত এবং দরখাস্তে কোনরূপ ভূল তথ্য পাওয়া গেলে বা জাল সনদপত্র দাখিল করলে দরখাস্ত বাতিলসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

(আব্দুর রহমান সরদার)

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, খুলনা

চেয়ারম্যান

জলবল নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি।

৯। পুন: নিয়োগ বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর

www.jessoreboard.gov.bd

প্রশাসন ও সংস্থাপন শাখা

বিজ্ঞপ্তি নং: প্রশা-৫/১০৪/৩/৩/২৩           তারিখ ২৩-১-২০১৪

পুন: নিয়োগ বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, যশোর-এর “সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার” পদে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:

০১। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর টা: ১১০০০/- ৪৯০×৭-১৪৪৩০/- ইবি-৫৪০×১১-২০৩৭০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

০২। শিক্ষাগত যোগ্যতা:

(ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্র। ওয়েব মেইনটেনেন্স-এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলেরর ক্ষেত্রে নূন্যতম ০২ (দুই) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। কোন পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এ শর্ত O Level এবং A Level পাশ প্রার্থীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শা: ১১/৫-১ (অংশ) ৫৮২ ও শিম/শা: ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে।

(১) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে

জিপিএ ৩.০০ বা তদুর্ধ্ব প্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম তৃতীয় বিভাগ

(২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে

অর্জিত সিজিপিএ

সমতূল্য শ্রেণী/ বিভাগ

৪.০০ পয়েন্ট স্কেলে ৫.০০ পয়েন্ট স্কেলে
৩.০০ বা তদুর্ধ্ব ৩.৭৫ বা তদুর্ধ্ব প্রথম শ্রেণী/ বিভাগ
২.২৫ বা তদুর্ধ্ব কিন্তু ৩.০০ কম ২.৮১৩ বা তদুর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় শ্রেণী/ বিভাগ
১.৬৫ বা তদুর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম ২.৬৩ বা তদুর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম তৃতীয় শ্রেণী/ বিভাগ

 

০৩। বয়স ১ জানুয়ারী ২০১৪ তারিখে (ক) সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর।

(খ) মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর

০৪। শূন্য পদের সংখ্যা: ০১ (এক) টি।

০৫। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারী, ২০১৪ তারিখের মধ্যে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) থেকে Job Application Menu এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

০৬। সরকারী/ আধাসরকারী/ স্বায়ত্বশাসিত সংস্থার কর্মরত প্রার্থীদের স্ব স্ব কর্তৃপক্ষের অনুমোদনপত্র নিয়োগ পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

০৭। নিয়োগের ক্ষেত্রে কৌটা সংক্রান্ত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।

০৮। অসম্পূর্ণ/ ভূল তথ্য সম্বলিত আবেদন কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

০৯। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।

১০। কোন কারণ দর্শানো ব্যতিরেকে বোর্ড কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

১১। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন TA/DA প্রদান করা হবে না।

১২। আবেদনের সাথে যে সকল document attach করতে হবে তার বিবরণ নিম্নরূপ:

(ক) জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদপত্র।

(খ) পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙ্গিন ছবি।

(গ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্র

(ঘ) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, বি.আই.এস.ই যশোর শাখায় পরিচালিত STD-4 একাউন্টে টি.টি মারফত ৫০০/- টাকা প্রেরণ করে তাহার তথ্যসমূহ আবেদন ফর্ম পূরণ করতে হবে।

(ঙ) মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬/০২/২০১০ তারিখে মু:বি:ম:/সনদ-১/প-১/২০০২/২ নম্বর প্রজ্ঞাপন মোতাবেন সংশ্লিষ্টের পিতা/মাতার নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ইস্যুকৃত সনদ। অথবা ১৯৯৭-২০০১ সাল পযন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, কেন্দ্রীয় কমান্ড কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ। অথবা, মুক্তিযোদ্ধা সনদ হিসেবে প্রার্থীর পিতা/মাতার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যয়নপত্র প্রাথমিকভাবে গ্রহণ করা হবে। তবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থী কর্তৃক অবশ্যই একই মন্ত্রনালয়ের মূল/ সাময়িক সনদ নিয়োগ কমিটির নিকট উপস্থাপন করতে হবে। অন্যথায় উল্লিখিত কোটার সংশ্লিষ্ট প্রার্থীকে বৈধ গণ্য করা হবে না।

(চ) এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী/উপজাতি/আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র।

১৩। আবেদনের সাথে সংযুক্ত সকল প্রকার সনদ, মার্কশীট এবং অভিজ্ঞতা সনদের মূলকপি নিয়েগের পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

চেয়ারম্যানের আদেশক্রমে

(প্রফেসর মো: আব্দুল মজিদ)

সচিব

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর

About Bagerhat Info Jobs