২৩ ডিসেম্বর ২০১৩ সোমবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-
১। নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধিমোতাবেক দেয়াড়া যুগিহাটী আমিনিয়া আলিম মাদরাসা, পো: যুগিহাটী, উপজেলা-রূপসা, জেলা-খুলনার শূন্যপদে একজন সহকারী শিক্ষক (ইংরেজী) আবশ্যক। প্রার্থীকে ৩শ নম্বরের ইংরেজীসহ স্নাতক/ ইংরেজী বিষয়ে সম্মান পাশ হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে দুই কপি ছবি ৫০০/- পোস্টাল অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। পুরুষ প্রার্থীর আবেদন নিস্প্রয়োজন।
সভাপতি
২। আবশ্যক (২য় বার)
সরকারী বিধিমোতাবেক নখখালী দাখিল মাদ্রাসা, ডাক-হাটমিঠাপুর, উপজেলা-লোহাগড়া, জেলা-নড়াইলে শূন্যপদে ১ জন সহ:মৌলভী ও সৃষ্টপদে ১ জন সহ:শিক্ষক (শরীরচর্চা) আবশ্যক। সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করবেন, পুরুষ প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। ৫০০/- টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য), ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের পুন:আবেদনের প্রয়োজন নেই।
সুপার
৩। আবশ্যক
সরকারি বিধিমোতাবেক বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাক-বড়বাড়িয়া, উপজেলা-চিতলমারী, জেলা-বাগেরহাটের জন্য সৃষ্টপদে সহকারি শিক্ষক (সমাজ বিজ্ঞান) ২ জন সহকারি শিক্ষক (গণিত) ১ জন আবশ্যক। আগ্রহী প্রার্থীদের ২০০/- টাকার অফেরৎযোগ্য পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
৪। আবশ্যক
কাশিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডাক: কাশিমপুর বাজার, বাগেরহাটের জন্য সরকারী বিধি মোতাবেক শূন্যপদে একজন বি.এস.সি গণিত ও সৃষ্টপদে একজন কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হইবে। তিনশত টাকার পোষ্টাল অর্ডারসহ প্রধান শিক্ষকের বরাবর আবেদনের শেষ তারিখ ০৯/০১/২০১৪ ইংরেজী।
প্রধান শিক্ষক
৫। আবশ্যক (২য় বার)
সিংজোর চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-সেলিমগড় বাজার, উপজেলা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এ সর্বশেষ সরকারী বিধি মোতাবেক শূন্যপদে একজন সহকারী শিক্ষক (বিজ্ঞান) এবং সৃষ্টপদে একজন সহকারী শিক্ষক (কম্পিউটার) আবশ্যক। উভয় ক্ষেত্রে পুরুষ প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থিনীকে ৩০০/- (তিন শত) টাকার ব্যাংক ড্রাফট হিসাব নং-৬১১৯ রূপালী ব্যাংক লিমিটেড, বারুইখালী শাখা, মোড়েলগঞ্জ, বাগেরহাট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষকের অনুকূলে পৌছাতে হবে।
প্রধান শিক্ষক
মোবা:০১৭১৪-১১০০০২
৬। জরুরী শিক্ষক নিয়োগ
শাহীন স্কুল/ কোচিং, খুলনা শাখায় কিছু সংখ্যক বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম স্নাতক (সম্মান) সম্পন্ন হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রগণ্য। আবেদনের সময়সীমা ৩১ শে ডিসেম্বর’ ১৩
যোগাযোগ-শাহীন ক্যাডেট একাডেমি
৪৪, আহসান আহমেদ রোড, খুলনা।
০১৭১১-১৯৩৭২৫, ০১১৯৬-১৮৭৮৩৬
৭। পুন: নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধি মোতাবেক নবপল্লী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডাক=পাটরপাড়া, উপজেলা-চিতলমারী, জেলা-বাগেরহাটের শূন্য পদে একজন সহকারী বায়োলজি/কৃষি ডিপ্লোমা আবশ্যক। বায়োলজি শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও ৩০০/- টাকার পোস্টাল অর্ডার/ নগদ টাকাসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে দরখাস্ত আহবান করা গেল।
প্রধান শিক্ষক
৮। নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধি মোতাবেক দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-চরামুখা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা এর জন্য শূন্যপদে একজন সহকারী শিক্ষক (গণিত) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে ৫০০/- (পাচশত) টাকার পোস্টাল অর্ডার (অফেরৎযোগ্য) ও দুই কপি সত্যায়িত ছবিসহ আবেদন করুন।
সভাপতি
০১৯১১-০৭৬৪৭৭
প্রধান শিক্ষক
০১৭১৪-৫০৯৪০৯
৯। আবশ্যক (২য় বার)
সরকারী বিধি মোতাবেক নলিয়ান মাধ্যামিক বিদ্যালয়, ডাকঘর-নলিয়ান, উপজেলা-দাকোপ, খুলনা-এর সহকারী শিক্ষক বিজ্ঞান) ও সহকারী গ্রন্থগারিক/ ক্যাটলগার পদে লোক নিয়োগ করা হবে। ৫০০/= পোষ্টাল অর্ডারসহ ১৮/০১/১৪ তারিখের মধ্যে আবেদন করুন। সহকারী গ্রন্থগারীক/ ক্যাটলগার পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের অগ্রাধিকার। পূর্বের আবেদনকারীদের পুন: আবেদনের প্রয়োজন নাই।
প্রধান শিক্ষক
১০। নিয়োগ বিজ্ঞপ্তি
বুড়ির ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-বুড়ির ডাঙ্গা, উপজেলা-মোংলা, জেলা-বাগেরহাটের জন্য সরকারি বিধি মোতাবেক শূন্যপদে ইনডেক্সধারী/ জীব বিজ্ঞানে নিবন্ধনকৃত একজন সহকারী শিক্ষক (বিজ্ঞান) আবশ্যক। প্রধান শিক্ষকের অনুকুলে জনতা ব্যাংক লি:, মোংলা পোর্ট কম্পাউন্ড শাখা, বাগেরহাট এ ৫০০/= টাকার অফেরতযোগ্য একটি ব্যাংক ড্রাফট এক কপি ছবি স্নাতক ডিগ্রীর মার্কশীট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধানশিক্ষক বরাবর আবেদনের শেষ তারিখ ০৯/০১/১৪ ইং।
প্রধান শিক্ষক
মো: ০১৭১৫-০৪২৮৮০
১১। নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সনদপ্রাপ্ত একটি সেবামূলক সংস্থা যার রেজি: নং সি-৯৬৬৮২/১১ এর অধীনে পরিবার পরিকল্পনা পুষ্টি প্রাথমিক স্বাস্থ্য সেবা পল্লী ক্লিনিক মা ও শিশু স্বাস্থ্য, গণশিক্ষা ও AIDS কার্যক্রম বাস্তবায়নের দারিদ্র বিমোচন ও বেকার নিরসন (VHC) এর আওতায় জামানত বিহীন শর্ত সাপেক্ষে পুরুষ ও মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কেন্দ্র পরিচালক | এইচ.এস.সি/ বিএ | নিজ থানা | বেতন-১৩০০০=+টিএ |
অফিস সহকারী | এস.এস.সি/এইচ.এস.সি | নিজ ইউনিয়ন | বেতন-১০৫০০/=+টিএ |
ফিল্ড অফিস | অষ্টম শ্রেণী/দশম শ্রেণী | নিজ ওয়ার্ল্ড | বেতন-৮০০০/=+টিএ |
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নং সহ বিজ্ঞপ্তি প্রকাশের (১৪) দিনের মধ্যে ডাক/কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে নিম্ন ঠিকানায় আবেদন করতে হবে।
বি:দ্র: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল ও পরীক্ষা স্ব-স্ব উপজেলায় নির্ধারিত হবে। শুধুমাত্র বাছাইকৃতদের মোবাইল ফোনে যোগাযোগ করা হবে এবং মটর সাইকেল/ বাই সাইকেল চালানোর মনমানুষিকতা থাকতে হবে। ৬ মাস পর বেতন বৃদ্ধি করা হবে।
বরাবর, পরিচালক (প্রশাসন), ভিলেজ হেলথ কেয়ার
অফিস: ৯/২৫, ব্লক-সি, কলেজ গেইট, কৃষি মার্কেট রোড, মোহাম্মদপুর ঢাকা-১২০৭
১২। নিয়োগ বিজ্ঞপ্তি
জাগরণী চক্র ফাউন্ডেশন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় দরিদ্র ও অতি-দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য Helvetas Swiss intercooperation-এর সহযোগীতায় জীবন প্রকল্পটি বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করছে।
১। পদের নাম: টিম লিডার-০১ জন
প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর (সমাজ বিজ্ঞান/ পরিবেশ বিজ্ঞান/ কৃষি বিষয় অগ্রগগণ্য)। প্রতিষ্ঠিত INGO/ NGO-তে কমপক্ষে ৫ বছর জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, নিরাপদ খাবার পানি, কমিউনিটি মবিলাইজেশন, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বেইজ ডাটা ব্যবস্থাপনা, বাংলা-ইংরেজী প্রতিবেদন তৈরী ও ইন্টারনেট অপারেশন-এ অভিজ্ঞতা এবং মটর সাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪২ বছর। বেতন: সর্বসাকুল্যে ৩২৫০০/- টাকা এবং প্রকল্পে বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
২। পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর-০৩ জন
প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর (সমাজ বিজ্ঞান/কৃষি বিষয় অগ্রগণ্য)। প্রতিষ্ঠিত NGO-তে ৪-৫ বছর কমিউনিটি মবিলাইজেশন, নিরাপদ খাবার পানি, কৃষি বিষয়ক প্রকল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বেইজ ডাটা ব্যবস্থাপনা, প্রতিবেদন তৈরী ও ইন্টারনেট অপারেশন-এ অভিজ্ঞ হতে হবে। মটর সাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বেতন: সর্বসাকুল্যে ২১৬৬৭/- টাকা এবং প্রকল্পে বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীল যোগ্য। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র, ২ কপি পাসপোর্ট আকারের ছবি, রেফারেন্স ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ০২/০১/২০১৪ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬, মুজিব সড়ক, যশোর বরাবর পৌছাতে হবে। আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ইমেইল-এ আবাদেন পাঠানোর ঠিকানা jcjsr@ymail.com। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত। যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। ইতোপূর্বে দায়িত্বপালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
(নারী ও আদিবাসী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে)।
চাকরির খবর পাতায় প্রকাশিত কোন বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনের জন্য বাগেরহাট ইনফো ডটকম কর্তিপক্ষ দায়ী নয়। (প্রকাশিত বিজ্ঞপ্তি গুলো বিভিন্ন পত্র-পত্রিকার থেকে সংগৃহীত।) বিজ্ঞাপনের ভ্রল, ত্রুটি দেখা দিলে মূল বিজ্ঞাপন অনুসরন করার জন্য অনুরোধ করা হলো।