১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দুর্নীতি বিজয়ের চেতনার পরিপন্থি এই চেতনাকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস গ্রুপ বাগেরহাট।
এ উপলক্ষে সকালে বাগেরহাট এলজিইডি মোড় হতে এক র্যালি বের হয়। র্যালিটি দশানী গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকাল সাড়ে ৭টা দশানী শহীদ বেদি তে পুষ্পমাল্য অর্পণ করেন সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সাবেক আহবায়ক এ্যাড: এস. এম. জাহাঙ্গীর আলী বাবু, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, সনাক’র নবনির্বাচিত সভাপতি এ্যাড: রামকৃষ্ণ বসু, সদস্য যথাক্রমে প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, বাবুল সরদার, তহুরা হোসেন, কাজী রেহানা পারভীন রীনু প্রমুখ।
এছাড়া মহান বিজয় দিবস ২০১৩ উপলক্ষে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ’র উদ্যোগে বের কারা হয় এক বর্ণাঢ্য সাইকেল র্যালি।
সোমবার সকাল সাড়ে ১০টায় র্যালির শুভ উদ্বোধন করেন সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব।
সাইকেল র্যালি সনাক বাগেরহাট কার্য্যালয় হতে শুরু হয়ে পিটিআই – বাগেরহাট প্রেস ক্লাব – সাধনা মোড় – বাগেরহাট স্টেডিয়াম – বাস স্ট্যান্ড ট্রাফিক মোড় – ভিআইপি মোড় – মিঠাপুকুর – বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় – নূর মসজিদ মোড় – যদুনাথ ইন্সটিটিউশন – পিসি কলেজ হয়ে আবার সনাক কার্য্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ।
বাগেরহাট ইনফো ডটকম।।