বাগেরহাট একটি প্রাচীন জনপদ। হাজার বছরেরও আগে থেকে এ অঞ্চলে জনবসতি ছিল এমন বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। আর এরই জন্য এ জনপদে হয়েছে বহুবিধ লোক সাহিত্যের উপাদান।
গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের সাথে মিশে থাকা প্রবাদ, ধাঁধাঁ, গান, ছড়া প্রভৃতির এক সমৃদ্ধ ভান্ডার হয়েছে এ জেলায়। কালের পরিক্রমায় শহরে চাচিক্যের মাঝে অনেকটাই বিলিনের পথে সে ঐতিহ্য।
গ্রামের সহজ সরল, সাধাসিধে মানুষ গুলোর মুখে মুখে এখনও টিকে আছে তাদের সৃষ্টি প্রবাদ, ধাধা, গান, ছড়া। বাস্তব অবিজ্ঞতায় ভরা তাকে বলে এসব ছাড়া-প্রবাদ-ধাঁধাঁয় কোন না কোন কাজের কথার ইঙ্গি থাকে।
রস-রচনায় সমৃদ্ধ এমন লোক সাহিত্য গুলো তুলে ধরতেই বাগেরহাট ইনফো ডট কমের এই কৃষ্টি ও সংস্কৃতি পাতা। চাইলে আপনিও আপনার জানা কিম্বা সংগ্রহে থাকা এমন লোকসাহিত্য গুলো পাঠাতে পারেন আমাদের কাছে (info@bagerhatinfo.com) ।
-
প্রবাদ / জনশ্রুতি
-
ছড়া
-
ধাঁ ধাঁ
-
মেলা ও লোকসংস্কৃতি