নিশাত তাসমিন টুম্পা (১৬), বাগেরহাট সদর
সবুজ পাড়ের এক কোণে বসে দেখি এসেছে আষাঢ় কন্যা
মেঘে মেঘে আকাশ ছেয়ে বাদল ঝরবে আবার
নীরব নিবিড় কুনজোছায়ায়
বিপুল সুর বাড়াইছে মায়ায়
সুন্দর হয়েছে বনবীথিকায়
হারাই মন বারবার
কালো মেঘ এসে নিয়ে যায় আমায় সুদূর পারাবার
মৃদুমন্দ হাওয়া পুকুরের চারিধারে
ছুটে এসেছি ফেলে আজি
জীবনের সকল কৃত্রিম তুচ্ছ বন্দীশালা
আকাশে আকাশে রঙের বাহার
উদাস করেছে হৃদয় আমার
শ্রাবণ আকাশে
প্রাণের আভাসে
হারিয়েছি তোমারে
দিবস আধারে।
উতল হাওয়া ধানের ক্ষেতে গিয়ে
পানিগুলো কেমন ছুটে চলছে ধীরে
সহসা বৃষ্টি পড়ে রিমঝিম
মাঝিরা যেন কিছুটা হিমশিম
নদীর পানি অথৈ জলে চৌচির
বৃষ্টির আষাঢ় ভরে দেয় নদীপাড়
আষাঢ়ের সকালটা কাঁদায় এ পরাণটা
হৃদয়েতে জোয়ারভাটা
শুভ্র মেঘের দলা
নববরষা এসে ভরিয়ে দিয়েছে
খাল বিল, নতুন পানিতে ভরেছে
ছেলে-মেয়েরা সবাই আনন্দে মেতেছে।।
কবিতা, কচিকাঁচা ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
এসআইএইচ/বিআই/০২ জুলাই, ২০১৬