ফেব্রুয়ারির একুশ তারিখ
আর ডিসেম্বরের ষোল,
মুক্তিযোদ্ধার রক্ত দিয়ে
এদেশ স্বাধীন হল।
বাহান্নর ভাষা শহীদ
আর একাত্তরের যুদ্ধ,
লাখো শহীদের রক্ত দিয়ে
এদেশ হলো শুদ্ধ।
লাখ প্রানের দামে কেনা
আমাদের এই বাংলাদেশ।
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা
নেই যে তার রুপের শেষ।
স্বত্ব ও দায় লেখকের…