কি ভাবছেন 2014 সমান 1947 বা ১৯৪৭ সমান ২০১৪ কি ভবে হয়। অবিশ্বাস্য হলেও সত্য ১৯৪৭ সালের ক্যালেন্ডার ও ২০১৪ সালের ক্যালেন্ডার হুবহু এক।
৬৭ বছর পরে এ যেন এক অনন্য মিলন। ১৯৪৭ সালের ক্যালেণ্ডারে যা যা ছিল ঠিক একই রকমভাবে সবই পাওয়া আছে ২০১৪ সালের ক্যালেন্ডারে।
দিন ও বারের হিসাবে অনেক সময় ক্যালেন্ডার মিলে যায়। যেমন ২০১৪ সাল শুরু হচ্ছে বুধবার থেকে। আবার শেষও হচ্ছে বুধবার।
এবার হিসাব মেলাতে গিয়ে দেখা যাচ্ছে, ১৯৪৭ সালটাও শুরু হয়েছিলো বুধবার দিয়ে। শেষও হয়েছিলো বুধবার। কারণ ১৯৪৭ সালের ক্যালেন্ডার আর ২০১৪ সালের ক্যালেন্ডার একই রকম। কেবল সালটাই আলাদা। তবে জ্যোতির্বিদরা ক্যালেন্ডারের এ মিলকে গাণিতিক মিল ছাড়া আর কিছুই ভাবতে রাজি নন।
২০১৪ সালের ক্যালেন্ডার। এখানেই শেষ নয় ২০১৪ সালের ক্যালেন্ডারের সঙ্গে মিল থাকা বছর গুলো হচ্ছে-২০০৩, ১৯৯৭, ১৯৮৬, ১৯৭৫, ১৯৬৯, ১৯৫৮, ১৯৪১, ১৯৩০, ১৯১৯, ১৯১৩ ও ১৯০২। আর ২০১৪ সালের ক্যালেন্ডারের সঙ্গে সামনে মিল পাওয়া যাবে-২০২৫, ২০৩১, ২০৪২, ২০৫৩, ২০৫৯, ২০৭০, ২০৮১, ২০৮৭, ২০৯৮, ২১১০, ২১২১ ও ২১২৭ সালে।
সংগৃহীত ।