বৈরীতা দেখ আজ সব খানেতে
প্রকৃতি জীবণ বা জীবিকাতে।
বৈরীতা দেখ আজ সবখানেতে
সময়ের ভাবনা কি মানছে সবে?
বৈরীতা দেখ আজ দেশে দেশে
যুদ্ধ-বিগ্রহ তাই চলছে লেগে।
বৈরীতা দেখ আজ দেশে দেশে
হিংসা হানাহানি থামবে কবে?
বৈরীতা দেখ আজ সমাজ সমাজে
দাঙ্গা হাঙ্গা যেন চলছে লেগে।
বৈরীতা দেখ আজ সমাজ সমাজে
জাত জাতী নিয়ে কেন এত কথা হবে?
বৈরীতা দেখ আজ দল দলেতে
হিংসা বিভেদ সব তাদের মাঝে।
বৈরীতা দেখ আজ দল দলেতে
দেশের কাজটা কেন সবার পরে?
বৈরীতা দেখ আজ নেতায় নেতায়
দ্বন্দ্ব সংঘাত বাঁধে কথায় কথায়।
বৈরীতা দেখ আজ নেতায় নেতায়
দূরে কেন থাকে তারা মোদের ব্যাথায়?
বৈরীতা দেখ আজ শব্দে কথায়
মিথ্যা যে লাগে সব কথার কথাই।
বৈরীতা দেখ আজ শব্দে কথায়
পাখির সে কলরব হারাল কোথায়?
বৈরীতা দেখ আজ ঘরে ঘরে
কেউ যেন কাউকে সইছেনা রে।
বৈরীতা দেখ আজ ঘরে ঘরে
ভাই কেন ভাইকে শত্রু ভাবে?
বৈরীতা দেখ আজ নিজের সাথে
নিজেই নিজের কাছে বেজায় বাজে।
বৈরীতা দেখ আজ নিজের সাথে
নিজেকে নিজেই কেন চাইছিনা যে?
স্বত্ব ও দায় লেখকের…