সবাই ঘুমিয়ে, আমি জেগে থাকি।
সবাই জেগে আছে, তাই আমিও জেগে আছি।
সবাই হাসে, আমি হাসি না।
কেউ হাসছে না, তাই আমিও হাসতে পারিনা।
সবাই সবার, তবুও আমি একা।
কেউ কারও নয়, তাই আমি একা।
আমি পারিনা,
সবার মতো করে পারিনা।
আমি পারিনা,
আমার মতো করে পারিনা।
আমি পারব না,
সবার মতো করে পারব না।
আমি পারব না,
কিন্তু আমার মতো করে পারতে চাই।
শহরে রাত নামে,
রাস্তায় বাতি জ্বলে।
স্বপ্নে রাত নামে,
ঘর, আমার আঁধার থাকে।
ভালবাসায় বৃষ্টি নামে,
সবাই ভিজতে আসে।
শরীরে বৃষ্টি নামে,
এসিডে ঝলসে গেছে।
জীবনে লক্ষ্য থাকে, সবাই ছুটে চলে।
আমার স্বপ্ন আছে, ব্যর্থতায় গুমড়ে ওঠে।
আমার স্বপ্ন আছে, আমার মৃত্যু আছে,
কষ্ট আছে, কিন্তু অশ্রু নেই।
সবার অশ্রু আছে।
আমার বন্ধু নেই।
তোমার বন্ধু আছে। আমার ভাষা নেই,
তোমার ভাষা আছে,আমার কাব্য আছে।
আমার ঘুম নেই।
ঘুম নেই।
কিন্তু এবার হয়ত সত্যিই ঘুমাব,
যে ঘুমের শেষ নেই।
স্বত্ব ও দায় লেখকের…