সুন্দরবন রক্ষার আন্দলন ছড়িয়ে পড়েছে সারা দেশে….
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠনের মাগুরা শাখা এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতকে খুশি করতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চুক্তির মাধ্যমে সরকার পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
জাতীয় স্বার্থবিরোধী এ চুক্তি অবিলন্বে বাতিল না করলে সরকারকে ছাত্র-জনতার কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে।
এসময় চুক্তি অনুযায়ী রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বিপর্যয়সহ ২৩ ধরনের ক্ষয়ক্ষতি উল্লেখ করে বক্তব্য তুলে ধরেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রকৌশলী সম্পা বসু, রাশিব রহমান, সাংবাদিক শরীফ তেহরান টুটুল প্রমুখ।
উল্লেখ, রামপাল উপজেলার সাপমারী ও কৈগরদাসকাঠী মৌজা এলাকায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মাত্র সাড়ে ৯ কিলোমিটার দূরে ভারতের সহায়তায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের পরিবেশের জন্য মরাত্মাক হুমকির দাবি করে এর বিরধিতা করে আসছে দেশি-বিদেশি পরিবেশবাদি সংগঠন গুলো। আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর সুন্দরবন রক্ষা রামপাল বিদ্যৎ প্রকল্প বাতিলসহ ৭ দফা দাবিতে সুন্দরবন অভিমুখ লংমাচের ডাক দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ।