বর্ণিল নার্সারী, আমড়া, সুপারি, পেয়ারা, সারিসারি কাঠ ও জালের মত ছড়িয়ে থাকা নদী খালের পিরোজপুর জেলার স্বরূপকাঠি বর্তমান নেছারাবাদ উপজেলার আউরিয়া গ্রামে ১৯৬৬ সালের ১০ এপ্রিল কবি ও প্রাবন্ধিক মুহম্মদ বদরুদ্দোজা জন্মগ্রহণ করেন। ভাষা সৈনিক, শিক্ষাবিদ মোঃ হাবিবুল্লাহ তাঁর পিতা, শিক্ষিকা যোবেদা খাতুন তার মাতা। তিনি তার পিতামাতার গর্বিত জমজ সন্তান। তার অপর ভাই মোরশেদ তোহা বাংলাদেশ পুলিশ বিভাগে অফিসার পদে কর্মরত। ছেলেবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক আবহে বেড়ে ওঠেন তিনি বি.এস.এস.(সম্মান) এম.এস.এস; এল.এল.বি, সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ, এম.এ (ইংরেজি) ১ম পর্ব উত্তীর্ন কর্মজীবন শুরু করেন ঢাকা বারে আইনজীবি হিসেবে। অতঃপরজেলার হিসেবে বিভিন্ন জেলা কারাগারে দায়িত্বপালন করে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে কর্মরত আছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রকাশিত ২৫টি যৌথ গ্রন্থে ও প্রচুর পত্রিকায় তাঁর লেখা স্থান পেয়েছে। এ যাবৎ তাঁর ৩টি কাব্য ও ২টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ হয়েছে। যথাক্রমে-১) নোঙর ফেলে যাই(কাব্য), ২) হৃদয় ছুঁয়ে যাই, (প্রবন্ধ) ৩) জীবন সেতো শুদ্ধ কবিতা (কাব্য), ৪) আলোকিত জীবন (প্রবন্ধ), ৫) ফিরে আসি ফিরে যাই (কাব্য)। দেশের বরেণ্য কবিদের কবিতা নিয়ে বৈশাখের নির্বাচিত কবিতা সংকলন ‘আমের মঞ্জরী’ প্রকাশ করে তিনি বৈশাখী কবিতা প্রেমীদের হৃদয় কেড়েছেন। বাংলা একাডেমী, ঢাকার সম্মানিত সদস্য, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সহযোগী সদস্য। বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনা ও উত্তর বাঙলা সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কার্যালয়, পাবনা সহ নানা সংগঠনের সম্মানিত আজীবন সদস্য। প্রতিভার স্বীকৃতি স্বরূপ নির্ণয় শিল্পী গোষ্ঠী, ফরিদপুর থেকে ১টি স্বর্ণপদক, আসাম ভারত থেকে ‘বিপিন চক্রবর্তী স্মৃতি সম্মাননা’১০, সার্ক কালচারাল ফোরাম, ভারত থেকে সম্মাননা-১২ সহ বাংলাদেশ, ভারত থেকে ২০টি সাহিত্য পদক ও সম্মাননা পেয়েছেন। আবৃত্তি ও উপস্থাপনায় তাঁর দক্ষতা রয়েছে। তিনি নির্মোহ ও আত্মপ্রচার বিমুখ প্রতিভা। সৃষ্টিতেই আনন্দ খোঁজেন। অদম্য প্রাণশক্তি, প্রবল উচ্চাশা ও কঠোর অধ্যবসায় তাঁর চালিকাশক্তি। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা চর্চায় শ্রদ্ধাশীল। মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক গবেষণা কর্মে তাঁর বিপুল আগ্রহ।
উন্মুক্ত প্রান্তর, খোলা জানালা
কেউ আসেনা, প্রিয় মুখ ভাসেনা-
#
অপ্রাপ্তির আগুনে পুড়ে পুড়ে
বিশুদ্ধ শব্দমালায় সাজানো ভালোবাসার অর্ঘ্য
আজ রাখব কোথায়?
কেউ আর ভালোবাসার কথা বলে না-
সত্যই কেই আর ভালবাসেনা**
ভালবাসার ব্যকুলতা আবাও __________কাঁদাল
সত্যই**
ভালবাসার ব্যকুলতা আবাও __________কাঁদাল
সত্যই অসাধারণ