সময়ের ধাবমান গতিতে যাওয়া আসা
মমতাময়ী পৃথিবীর জন্য অফুরাণ ভালোবাসা
তাই ফিরে আসি ফিরে যাই।
রাত্রির রূপালী নদীর কাছে ফিরে যাই
নদীর জলে নিমজ্জন শেষে প্রফুল্ল হয়ে আবার ফিরে আসি।
নিপুন চাঁদের লাবণ্যে ফিরে যাই
নতুন করে উজ্জীবিত হয়ে ফিরে আসি আপন নিলয়ে।
কুয়াশার মধ্যে ফিরে যাই
দিগন্ত প্লাবিত আলোর ঝলকানিতে আবার ফিরে আসি।
পাখি, ফুলের কাছে ফিরে যাই
কণ্ঠে সুধা প্রেমগান নিয়ে ফিরে আসি
যাপিত জীবনের স্মৃতির যাদুঘরে ফিরে যাই
স্মৃতির যাবর কেটে আবার ফিরে আসি
গহীন অন্ধকারে ফিরে যাই
আবার ফিরে আসি আলোক পানে।
বিপন্ন মানুষের মাঝে ফিরে যাই
তাদের দুঃখের ঝাঁপি নিয়ে আবার ফিরে আসি
ধানের গন্ধের কাছে ফিরে যাই
পাখির কলকাকলী মুখরিত সন্ধ্যায় আবার ফিরে আসি
জন্ম মাস চৈত্রে মায়ের নাভী মূলে চলে যাই
কিছুক্ষণ থেকে আবার
বৈশাখের রংয়ের খণিতে ফিরে আসি।
কবিতাকে নির্বাসন দিয়ে চলে যাই
আবার কবিতার কাছে চলে আসি
কবিতা ছাড়া এক দণ্ড চলে না মনের পাখা মেলে না
বঙ্কিম রেখায় এটে দেওয়া নারী দেহের কাছে ফিরে যাই
আবার জীবনের পূর্ণতায় ফিরে আসি
আমার গর্বিত একুশ
রক্তে ভেজা একাত্তরের কাছে ফিরে যাই
আবার শক্তি সাহস নিয়ে ফিরে আসি।
বারবার ফিরে যাই আর ফিরে আসি
এ পৃথিবীকে ভালোবেসে।
ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.