তাহার তরে এ মন সখী বিলায়ে দিও না
মনে তব কথা দিয়া তারে আর ফিরায়ে নিও না ।
যে ব্যাথা বিধিয়াছে হৃদয় কোনে তাকে লুকায়ে রেখো না
জরে যায় যাক যত আছে জল, চোখে ধরে রেখো না ।
কুড়ায়ে পাওয়া ভালোবাসা হায় কুড়ায়ে দিও তারে
মোর লাগি হায় যে ব্যাথা রাখিয়াছো তা দিও শুধুই মোরে ।
কাঁদিবে না চোখ চেয়ে চেয়ে আজ হে সখা তোমারি পানে
হৃদয় দিয়ে না রেখো মনে দিওনা কভু দুড়ে মোরে টেলে ।
আজি হে প্রিয়তম মনে রেখো শুধু আমার ই এই বলিদান !
ভালোবেসে যদি নাহি রাখো মনে,
দিও শুধু ঠায় তোমারি চরন দুড়ারে।
স্বত্ব ও দায় লেখকের…