সকাল হলেই যেন কোন হাত আমার চোখে বুলিয়ে দেয় ভালোবাসা
তারপর এ চোখে আর ঘুম থাকে না !
সারা ব্যাস্ত দিনের শেষে যখন এ দেহ ভিজিয়ে রাখি জলে,
মনে হয় সেই সকালের ঘুম ভাঙ্গানিয়া হাত আমাকে আবার ঘুম পাড়ালো ।
যানিনা তোমার হাতের প্রতি শিরায় শিরায় বসত করে কে ?
যার ঘুম নেই, ক্লান্তি নেই, নেই একটু বিশ্রাম ।
আজ সকালে আমার চোখে আর ঘুম আসেনি !
মনিকোঠায় ধুয়াশা অন্ধকার, লাল চোখে ফুটছে টগবগে ভালোবাসা ।
তুমি সামনে এলে, চোখে চোখ রাখলে
আমি নিরুউত্তর থেকেছি ।
পিছনে দেখতে দেখতে চলে গেল !
তারপর আর ফিরে দেখনি
এখন এই চোখে ভালোবাসার বসত ভেঙ্গে গেছে ।
আজ আর কোন হাতের ছোয়া পায় না এই অভাগা চোখ,
শুধুই জেগে থাকা ভেবে ভেবে ।
স্বত্ব ও দায় লেখকের…