এই তবে কথা হোক

এই তবে কথা হোক, ভালোবাসা আছে পাশাপাশি
এই তবে কথা হোক, বিচ্ছেদে ভালোবাসার হয়না ইতি।

এই তবে কথা হোক, কোথায় সে সপ্নের বাড়ি
এই তবে কথা হোক, রাত পালালেই সপ্নেরা দেয় পাড়ি।

এই তবে কথা হোক, কোথায় গিয়ে মিশেছে সে নদী কে জানে ?
এই তবে কথা হোক, নদীর মোহনায় ভাঁসছে কত আজনা লোক।

এই তবে কথা হোক, নারীর দেহ কি শুধুই মূল্যবান ?
এই তবে কথা হোক, দেহ মানেই দর কষাকষি ছুটছে হাজার মানুষের ঘাম।

এই তবে কথা হোক, ভালোবাসা ভালো যদি হয়
এই তবে কথা হোক, ভালোবেসে তবে কোথা গিয়ে শান্তি পায়?

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !