কাঁদে রাইফেল নয়, মেশিনগান , কাস্তে কিছুই নেই শূন্য হতেই এগিয়ে চলেছি সীমান্তে।
বোকা ভাবছো ? না !
দেশ আমার ছোট তবে বোকা নয়
আমার দেশে বোকার সংখ্য খুব ই নগন্য যেমন টি তুমি একাত্তরে ও দেখেছিলে !
মনে নেয় রাতের আঁধারে, বনে-জলে, কাদার চরে, কেমন জেগে উঠেছিল তরুন বৃদ্ধ আর শিশু।
মনে কি নেই মুক্তিযোদ্ধার বিনিময়ে তোমাদের হাতে তুলে দিয়েছিল নিজের বিবাহীতা মেয়ে ?
তবে আজ কোন মুখে আবার ও বলছো আমি বোকা ?
এই দ্যাখো আমার হাতিয়ার, চেঁয়ে দ্যাখো লালা সবুজের হাতিয়ার নিজের শরীরের সাথে কেমন মিশে গেছে।
যে হাতিয়ারের বুকে বোকা, কাপুরুষ নামক শব্দটি আজ ও ভুল, শুধুই ভুল।
স্বত্ব ও দায় লেখকের…