বেঈমান সময়

life
সময় গুলো আজ বড়ই বেঈমান,
আমাকে পিছনে ফেলে সাই সাই বেগে ছুটছে নিরন্তর
আমি মুখো-মুখি বসে থেকে র্নিবাক চেয়ে দেখছি তার চলাচল ।
সময়ের ঘূর্নিপাকে ঘুরতে ঘুরতে আমি-আমরা চলছি কোন ঠিকানায় ?
তার নির্নয় আমি জানি না
তবে জানি আর বেশি দিন নেই আমার ।
দুঃসময়, সুঃসময় একে একে সবই এসেছে এই জং ধরা দেহে,
তবু আমি দুঃসময় ই বেছে নিয়ে, সুঃসময় বন্দি করেছি অন্ধকার কারাগারে ।
চাহিদ শর্তে ও তার জামিন দিতে নারাজ আমার এই সত্তা ।
সময়ের গহবরে আজ তলিয়ে গ্যাছে আমার দৃষ্টি
অস্পষ্ট চোখের নিচে আজ আলো -আধারের কায়া খেলা করছে ।
শুধু অপেক্ষা একদিন আসবেই, সুঃসময় !

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !