সময় গুলো আজ বড়ই বেঈমান,
আমাকে পিছনে ফেলে সাই সাই বেগে ছুটছে নিরন্তর
আমি মুখো-মুখি বসে থেকে র্নিবাক চেয়ে দেখছি তার চলাচল ।
সময়ের ঘূর্নিপাকে ঘুরতে ঘুরতে আমি-আমরা চলছি কোন ঠিকানায় ?
তার নির্নয় আমি জানি না
তবে জানি আর বেশি দিন নেই আমার ।
দুঃসময়, সুঃসময় একে একে সবই এসেছে এই জং ধরা দেহে,
তবু আমি দুঃসময় ই বেছে নিয়ে, সুঃসময় বন্দি করেছি অন্ধকার কারাগারে ।
চাহিদ শর্তে ও তার জামিন দিতে নারাজ আমার এই সত্তা ।
সময়ের গহবরে আজ তলিয়ে গ্যাছে আমার দৃষ্টি
অস্পষ্ট চোখের নিচে আজ আলো -আধারের কায়া খেলা করছে ।
শুধু অপেক্ষা একদিন আসবেই, সুঃসময় !
স্বত্ব ও দায় লেখকের…