বাংলার বুকে যখন শকুনের আনাগোনা
তখন ও আপনারা সরল ভাবে আগলে রেখেছেন এই পৃথিবী
তিক্ষ্ন চোখে দেখিয়েছেন শত বাধা থেকে উত্তরনের পথ
মেধা আর মনন দিয়ে চলতে শিখিয়েছেন আমাদের দুর্গম মরু প্রান্তর ।
মনোবল,তারুন্য আজ ও হার মানায় শত যুবক কে আপনাদের কাছে
বিশাল বট বৃক্ষের মত আমাদের দিয়েছেন শান্ত নীবিড় ছায়া,
যে ছায়া তলে আশ্রিত হয়ে আমরা সপ্ন দেখি এ বিশ্ব জয়ের ।
আপনারা আমাদের অভিভাবক,
আপনাদের আদেশ নিষেধ মেনে আমরা চলছি সর্বদা ।
আপনারা আমাদের সেই পথপর্দশক,
“সচেতন নাগরিক কমিটি”
*এই কবিতাটি TIB এর সকল সনাক দের নিয়ে লেখা যারা কিনা সব সময় অভিভাবক হিসেবে পাশে থাকেন।
স্বত্ব ও দায় লেখকের…