সনাক

বাংলার বুকে যখন শকুনের আনাগোনা
তখন ও আপনারা সরল ভাবে আগলে রেখেছেন এই পৃথিবী
তিক্ষ্ন চোখে দেখিয়েছেন শত বাধা থেকে উত্তরনের পথ
মেধা আর মনন দিয়ে চলতে শিখিয়েছেন আমাদের দুর্গম মরু প্রান্তর ।
মনোবল,তারুন্য আজ ও হার মানায় শত যুবক কে আপনাদের কাছে
বিশাল বট বৃক্ষের মত আমাদের দিয়েছেন শান্ত নীবিড় ছায়া,
যে ছায়া তলে আশ্রিত হয়ে আমরা সপ্ন দেখি এ বিশ্ব জয়ের ।
আপনারা আমাদের অভিভাবক,
আপনাদের আদেশ নিষেধ মেনে আমরা চলছি সর্বদা ।
আপনারা আমাদের সেই পথপর্দশক,
“সচেতন নাগরিক কমিটি”

*এই কবিতাটি TIB এর সকল সনাক দের নিয়ে লেখা যারা কিনা সব সময় অভিভাবক হিসেবে পাশে থাকেন।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !