ধ্রুপদী

bagerhatinfo
তপ্ত বুকে বিন্দু বিন্দু ঘাম জড়তে দেখে হৃদয়ে কম্পন জাগে,
আমি ভাবি এই বুঝি তুমি এলে !
কালো চশ্মায় এই নেশাতুর চোখ ডেকে রেখে অন্ধ সাঁজি,
যেন তোমাকে দেখতে পাই অপলোক দৃষ্টিতে।
সকালের ঘুমন্ত আকাশের দিকে চেয়ে থাকি,
ভাবি এই বুঝি ভেসে উঠবে তোমার অবয়ব।
ভুল, সে আমার সারাটি দিনের প্রথম ভুল !
কারন তুমি যে শুধুই ধ্রুপদী।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !