তোমার চোখের কাজলে সে কোন মায়া,
আমার হৃদয়ে ভেঁসে ওঠে তোমার ছাঁয়া।
কোন সে কায়া তোমার চোখে করছে লুটোপুটি
অষ্টপ্রহর, সকাল-বিকাল তোমাকে-ই দেখি।
উড়ন্ত পাখির ক্লান্ত পালক যখন ফেরে নীড়ে,
সূর্য তখন পশ্চিমে বসে আমায় দেখে হাসে ।
যখন আমি তোমায় ভেবে বিশ্ব করি জয়,
তখন তুমি আমার বুকে, হয়ে ওঠো কালবৈশাখী জড় ।
স্বত্ব ও দায় লেখকের…