যে যায় করুক তুচ্ছ আমায়,
আমি তো আগের মতোয় থাকবো।
হৃদয় দিয়ে বাসবো ভালো,
প্রান খুলেই হাসব।
তাদের সাথে মিশবো আমি, বলবো কথা,
যারা আমায় ভাবে আগাছা আর তৃণ-লতা ।
তাদের জন্য-ই দেব প্রান, সইবো শত অপমান।
সুতা ছাড়া ঘুড়ি যেমন উড়েনা আকাশে,
বন্ধু ছাড়া বন্ধন হয় না সাধিতে।
–মল্লিক স্বাধীন রহমান
স্বত্ব ও দায় লেখকের…