যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায় -হুমায়ূন আহমেদ
S. Haque
20 May 2013
কবিতা/ছড়া, লেখালেখি
1,428 পঠিত
“যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়
ঝরঝর বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামলও ছায়ায়
চলে এসো তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়
…
যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজুলী আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে
কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিব তোমারে নিয়ে
চলে এসো চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়।”
___ হুমায়ূন আহমেদ