শিমুল গাছে কোকিল করে কলোরব,
দেখ দেখ এলো ঐ পহেলা বৈশাখ ।
বাঁশের ঝাড়ে, চাঁদের কাঁদে নতুন নতুন শখ,
রংধনুর সাতটি রং লিখলো একটি নাম পহেলা বৈশাখ ।
বাউল গান আর জারি-সারি, মিষ্টি আছে হাড়ি হাড়ি
কলা পাতায় লাগিয়ে রং, আসলো ঐ পহেলা বৈশাখ ।
সকালে পান্তা ভাত আর মরিচে, সরিষা ভাটায় ইঁলশে,
সারা বছর গরম ভাত, সেদিন লাগে তা বড্ডই পানাসে ।
সুপারি আর পান, চুনে হয় লাল
ভেঙ্গে যাওয়া মাটির হাড়ি-পুতুল, ফিরিয়ে আন সব।
স্বত্ব ও দায় লেখকের…