ঘুম থেকে উঠি, মধ্যরাত,
চোখকচলিয়ে দেখি, হায়
তেলেপোকা ঘুণপোকা পোকা
নানা ধরণের কিসিমের
ছেয়ে আছে চতুর্দিক, তারা
যেন অপেক্ষায় ছিল, হয়তো
ছিলও না, ভবিতব্য যেন,
শেণ দৃষ্টি, দেখি লক্ষ্য করে,
কারো চোখে আগুনের বাণ
কুপিত ক্ষুধার্ত, অত:পর
ছুটবে যুদ্ধক্ষেত্রে ব্রহ্মাস্ত্র বা
অদিকালে, মুখজুড়ে ভাঙা
তাচ্ছিল্যের, আঁতকে উঠি,;
ধীরস্থির একে একে ক্রমে
এগিয়ে আসবেই,তারা শুধু
ত্বক চেটে ফুঁড়ে ক্ষান্ত হবে
তাতো নয়, ধরষক চরিত্র,
খাবে মাঁস মেদমজ্জা হাড়
অন্ত্রনালী হৃদয় হৃৎপিণ্ড
মেরুদণ্ড,আমি যে তখন
শুধু শূন্যকথা শূন্যের বা
শূন্যতায় পরিত্রাহি একটি
নির্বির্য নির্জীব হাহাকার:
(আজ রাতে, প্রথম প্রহরে
মেয়েটি হাসপাতালে মারা গেছে)
এমরফিক/এসআইএইচ/বিআই/১২ এপ্রিল ২০১৯