মাতাল আমি আর বাংলা

‘মাতাল আমি আর বাংলা’

মল্লিক স্বাধীন রহমানQustoin image 02

বাংলা ! তোমাকে নিয়ে আজ রাতে, একা বসে মাতলামি করেই লিখছি ।
তুমি এখন কেমন আছো ?
এই প্রশ্ন তোমাকে করলেই আমি নিজে অপবাদ পায় ।

জানি তুমি একদম ভাল নেই,
তোমার বুকে সদ্য ঝরে পড়া বকুল ফুলের ঘ্রান আজ চাপা পরেছে মরা লাশে ।
তোমার নদীর স্রোত আজ মত্ত ভাঙ্গনের নেশায় ।

তোমার ধানের ক্ষেত আজ আর দোল খায় না বিশুদ্ধ বাতাসে ।
তোমার পুকুরের মাছ আজ বড়ই চালাক, বর্শির ফাঁদে তারা আর ধরা দেয় না ।

তোমার এক টাকার কয়েন আজ লুপ্ত বিক্ষুকের বাটি থেকে ।
তোমার রাস্তায় আজ পরে থাকে বোমার আঘাতে জ্বলসানো পিতার হাত ।

বনেবাস করা তোমার বাঘেরা আজ বাস করে ইট,বালু দিয়ে ঘের অট্রালিকায় ।
তোমার গ্রাম্য চন্ঞল বালিকা কুসুম,আয়শা আজ গর্ভবতি হয় মাত্র বারো বছরে ।

কলমের কালি শেষ, তবে লেখা শেষ করার আগে তোমাকে আমার প্রশ্ন !
কেমন আছে তোমার পহেলা বৈশাখ ?
কোথায় তোমার নবান্নের জিলিপি ?
আরও কত আয়শা বারো বছরে হবে গর্ভবতি ?
কোথায় তোমার শেখ মুজিব আর শেরে বাংলার আদর্শ ?
আর কত দিনই বা ফুলের মধু না খেয়ে ফিরে যাবে ভোমর ?
আরও কত রক্ত খেতে চায় ওরা ?
__ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.


স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !