ক’দিন আগেও কাঠ ছিলাম আমি
এখন হয়েছি কয়লা,
আগুন আমার ছেড়ে যাওয়া প্রেম
ভাবতেই পারো ময়লা।
গাছেদের কথা মনে পড়ে ভারি
কত ডাল পাতা ছায়া,
আবারও আমি জ্বালাতে পারি
পিছে ফেলে আসা মায়া।
তবুও ভাবী তোমাদের দাবি
পথে পথে রাজ ধুলো,
পোড়ানোর পরে দাঁত মেজে নিও
ছাই তুলতে ভাঙা কুলো;
জন্ম নিবো সার হয়ে মাটি
কোন যেন মাস পয়লা
এইতো সেদিন কাঠ ছিলাম আমি
এখন আবারও কয়লা।।
এসআইএইচ/বিআই/০৬ মে, ২০১৭