মেঘের কোলে মেঘ জমেছে
নীলের সাথে আড়ি,
অভিমানে কালচে রংয়া
নীল সাদা মেঘবাড়ি।
গল্প বলার মেঘবুড়িটা
নিয়ে নিয়েছে ছুটি,
মেঘবুড়ো আজ বড্ড সুখে
নেই কোনো খুনসুটি।
মেঘবুড়িটার অভিমানেরা
মেঘের ভাঁজে ঢাকা,
মেঘের মধ্যে অশ্রুকণা
বাকিটা সব ফাঁকা।
কষ্ট ধোয়া জলকণারা
অশ্রু হয়ে নামে,
অভিমানের গল্পরা সব
নামহীন কালো খামে।
মেঘবুড়ো তুমি থেকো ভালো
আলো আঁধারির ছায়,
মেঘবুড়িকে ডাকলেই সে
দিয়ে দেবে সায়।
এসআইএইচ/বিআই/১৯ সেপ্টেম্বর, ২০১৬